কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসব সম্পন্ন

কানাইঘাট প্রতিনিধি ঃকানাইঘাটে ধর্মীয় ভাবম্ভীর ও উৎসব মুখর পরিবেশে প্রতিমা বিষর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসব সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার ৩০ টি মনন্ডপের প্রতিমা পৌর এলাকার কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সুরমা নদীর ঘাট সহ বিভিন্ন স্থানে বিসর্জন দেওয়া হয়। প্রতিমা বিসর্জনের সময় সেখানে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ সমবেত হয়ে উলুধর্নী ও বাধ্যযন্ত্রের তালে দুর্গাদেবীকে বিসর্জন দিতে দেখা গেছে। প্রতিমা বিসর্জনের স্থান সুরমা নদীর রামিজা ঘাটে সার্বক্ষনিক উপস্থিত থেকে আইন শৃংখলা পরিস্থিতি তদারকী সহ হিন্দু সম্প্রদায়ের সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ, পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর বিলাল আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদেরর প্রতিষ্ঠাতা সভাপতি দুর্গাকুমার দাস, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি মাষ্টার সলিল চন্দ্র দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিংকু চক্রবর্তী, উপজেলা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক বজন লাল দাস, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, নারী নেত্রী রুবি রাণী চন্দ্র সহ বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, কোন ধরনের বিশৃংখলা ছাড়াই উপজেলার ৩০টি মন্ডপে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালিত হয়েছে। পুলিশ ও আনসার সদস্যরা প্রতিটি মন্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ধর্র্মীয় সম্প্রীতির মাধ্যমে দুর্গা উৎসব সমপন্ন হওয়ায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ রাজনৈতিক মহল, সাংবাদিক সহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা