কানাইঘাটে ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি:“মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষন রোধ করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আর্ন্তজাতিক ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা গতকাল সোমবার সকাল ১১টায় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ভোক্তা অধিকার দিবসের সভায় আলোচনায় অংশ গ্রহণ করে বক্তারা তাদের মতামত তুলে ধরে বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে কানাইঘাটে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল সহ ভেজাল ও ভাসি খাবার বিক্রি বন্ধে রাখতে উপজেলার সকল হাট-বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে বৈঠক এবং ভোক্তা অধিকার আইনের যথাযথ প্রয়োগ সহ এক্ষেত্রে ক্রেতাদের আরো সচেতন থাকার আহ্বান জানানো হয়। সেই সাথে ভোক্তা অধিকার আইনে নিয়মিত মোবাইলকোর্ট পরিচালনা ও অসাধু ব্যবসায়ীরা যাতে করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মজুদ, কালো-বাজারে বিক্রি ও পাচার করতে না পারে ও প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে জিনিসপত্রের মূল্য তালিকা টানানোর প্রতি আহ্বান জানান। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, কৃষি কর্মকর্তা তানভীর আহমদ সরকার, থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম, সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, দক্ষিন বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা