কানাইঘাট সদর ইউপিতে সূচনার সমাপনী সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে সূচনা প্রকল্পের সদর ইউপির অভিজ্ঞতা বিনিমিয় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় ইউপি মিলনায়তনে ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল গফুর এর সভাপতিত্বে ও সূচনা প্রকল্পের গভার্নেন্স অফিসার মোঃ আবু সাঈদের পরিচালনায় সমাপনী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক জহির উদ্দিন, উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জালাল উদ্দিন, সদর ইউপি সচিব কাজী খলিলুর রহমান, ইউপি সদস্য আতাউর রহমান, মামুন রশীদ, ফরিদ উদ্দিন, ফজলুল হক, আমিন উদ্দিন, শরিফ উদ্দিন, আফতাব উদ্দিন, জাহানারা বেগম, প্রতিবালা রানী, জয়তুন নেছা। এছাড়াও ইউনিয়ন কো-অর্ডিনেটর আরমান মাহমুদ, হেলাল উদ্দিনসহ সদর ইউপির বিভিন্ন গ্রাম থেকে আগত সূচনা প্রকল্পের উপকার ভোগি ও গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। প্রকল্প কো-অর্ডিনেটর তার বক্তব্যে বলেন, কানাইঘাট সদর ইউপিতে ১৫ টি গ্রামে ৫৫টি পুষ্টি দল, ৫টি গ্রাম আদর্শ খামার, ১০ টি মৎস্য চাষের নমুনা পুকুর, ৬১৪ জন উপকার ভোগি পরিবারের বাড়তি আয়ের সহায়তা, ৬৬৮ টি পরিবারের পুকুরে মাছ চাষ, ১১০ টি পরিবারে হাস মুরগী সহায়তা, ১৪ টি কিশোরী ক্লাব গঠন ও ১২ টি গ্রাম পুষ্ঠি উন্নয়ন কেন্দ্র গত ৩ বছরে সূচনা প্রকল্প সদর ইউপিতে বাস্তবায়ন করেছে। এলাকার আর্ত্মসামাজিক উন্নয়ন এবং মা ও শিশু স্বাস্থ্য-পুষ্টি বিষয়ক কার্যক্রম বাস্তবায়নের লক্ষে ইউপির ১৩৭৮ জন উপকার ভোগিকে বিভিন্ন বিষয়ে দক্ষতা মূলক প্রশিক্ষণ সহ তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। যাতে তারা এই প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে তাদের জীবন-মান উন্নয়নের পাশাপশি জীবিকা নির্বাহের চাহিদা পুরণ করবে। সভায় বক্তারা প্রকল্পের ভূয়সী প্রশংসা করে বলেন, এরকম উন্নয়ন মূখি প্রকল্প এলাকরা হত-দরিদ্র মানুষের আর্থিক ও স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে সহায়ক হিসাবে ভূমিকা পালন করে। পূনরায় এরকম প্রকল্প সুবিধা বঞ্চিত মানুষের জন্য আরো প্রয়োজন রয়েছে বলে তারা দাবী করেন। সভা শেষে এসকল তথ্যের তালিকা ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা