গরীব শিক্ষার্থীদের কল্যানে ট্রাস্ট-এর কাজ অামাকে মুগ্ধ করেছে। এডভোকেট সুলতান মাহমুদ

 ডেস্ক নিউজ::হবিগনজ জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ বলেছেন,মানুষ সামাজিক জীব।সংঘবদ্ধ ব্যতীত মানুষ বাচতে পারেনা।অামরা পরস্পর মায়া মমতা ভালবাসা ও অান্তরিকতার মধ্যে দিয়ে সমাজে বসবাস করতে হবে।তিনি অারো বলেন বৃক্ষ থেকে অামরা অক্সিজেন গ্রহন করি।গাছগাছালি শুধু প্রকৃতিক ভারসাম্যই রক্ষা করেনা,আমাদের দুযোর্গ থেকে ও আমাদের রক্ষা করে।তিনি সকলকে গাছ লাগাতে সচেতন হবার অাহবান জানান।
হবিগনজ শাহজালাল অাইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-এর কল্যাণে অামার সর্বাত্নক সহযোগিতার অাশ্বাস প্রদান করেন,তিনি ।গত ( ০৬ সেপ্টেম্বর ২০১৮)বৃহস্পতিবার বিকাল ৩ টায়, হবিগনজ শাহজালাল অাইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-কর্তৃক বৃক্ষ রোপণ ও অালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এডভোকেট সুলতান মাহমুদ উপরোক্ত কথাগুলো বলেন।
হবিগনজ শাহজালাল অাইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো.অাব্দুল মুহিত রাসেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.অাবুল কাশেম চয়ন-এর পরিচালনায় শুরুতে কোরঅান শরীফ থেকে তিলাওয়াত করেন,ট্রাস্ট এর অফিস সম্পাদক মো.ফয়েজ অাহমদ,নাতে রাসূল (সা.)-পরিবেশন করেন,ট্রাস্ট এর সদস্য মো.অাবু সুফিয়ান হারুন উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাহিত্য পএিকা হাতিয়ার এর সম্পাদক ও প্রকাশক কাজী মাওলানা এম.হাসান অালী,বাংলাদেশ জমিয়াতুল মোদারির্ছীন নবীগনজ উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা এম.এ নূর,ওসমানী স্মৃতি পরিষদের চেয়ারম্যান মো.বদরুজ্জামান ছানু,
ইনাতগনজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.বদরুল অালম,মুকিমপুর রশিদিয়া ফাযিল (ডিগ্রি)-মাদরাসার সহযোগী অধ্যাপক মাওলানা এম.এ জলিল,নবীগনজ নহরপুর শাহজালাল( র.)-দাখিল মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ অাব্দুছ ছালাম,বাংলাদেশ মুসলিম সাহিত্য পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মো.অাশিকুর রহমান,নবীগনজ ইসলামি সাহিত্য পরিষদের সহ-সভাপতি মো.অাবু তাহের চৌধুরী,জাতীয় ইমাম সমিতি নবীগনজ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মো.
মোস্তাকিম বিল্লাহ অাতিকী,উওরণ লেখক ফোরাম সিলেট এর সভাপতি মাওলানা ইব্রাহীম ইউসুফ,বাংলাদেশ মুসলিম সাহিত্য পরিষদ কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা ডা.মো.অাবুল হোসাইন,নবীগনজ উপজেলা যুবলীগের যুগ্ম অাহবায়ক শাহ গুল অাহমদ কাজল,সাংবাদিক এম.মুজিবুর রহমান,অালী হাছান লিটন,ছনি চৌধুরী,ইনাতগনজ ইউনিয়ন তালামীযের সভাপতি মো.শাহজাহান খান,অাল ইসলাহ নেতা অালহাজ ইসমাইল মিয়া,মো.অাহমদ হোসেন চৌধুরী,মো.জাহেদ খান,ট্রাস্ট এর সদস্য শেখ এম মোজাহিদ অাহমদ,মো.অাব্দুল বাসিদ,মো.সোহাগ অাহমদ,মো.রাসেল অাহমদ,মো.কাওছার অাহমদ প্রমূখ।এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষক, ছাএ,সাংবাদিক,ব্যাবসায়ী,পেশাজীবি,কবি,সাহিত্যিক বৃন্দ উপস্থিত ছিলেন।

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা