দুর্গোৎসব উৎসবমুখর করতে সকলের সহযোগিতা চাইলেন ডিসি-এসপি

সুনামগঞ্জ প্রতিনিধি:: জেলার গ্রাম শহরে শারদীয় দুর্গাপূজা উৎসবমূখর করতে সকলের সহযোগিতা
চেয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মো.মিজানুর রহমান।

মঙ্গলবার সকালে শহরতলির ইব্রাহিমপুর ও জগন্নাথপুর গ্রামের পূজামন্ডপ পরিদর্শনকালে এমন কথা বলেন জেলার এই দুই শীর্ষ কর্মকর্তা। জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ইব্রাহিমপুর পূজা মন্ডপে উপ¯ি’ত
পূজারীদের বলেন,পূজার আগে ও পূজার দিনগুলোতে হিন্দু ধর্মাবলম্বিরা উৎসবের আমেজে কাটাবেন,প্রশাসনের ও আইন-শৃঙ্খলা বাহিনীর সকল সকল স্তরের
কর্মকর্তা,কর্মচারী গণমাধ্যম কর্মীসহ অন্যান্য ধর্মাবলম্বি সকলেই উৎসবকে প্রাণবন্ত করতে সহযোগিতা দেবেন।কোথাও কেউ আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য
অশোভন কোন কাজ করলে, কঠোরভাবে তা ঠেকানো হবে।

পুলিশ সুপার মো.মিজানুর রহমান বললেন,ধর্ম যার যার- উৎসব সবার,এভাবেই চিন্তা করতে হবে
সকলকে।সহযোগিতা করতে হবে একে অপরকে। পুলিশ উৎসব উপলক্ষে সর্বো”চ সতর্ক ও সজাগ দৃষ্টি নিয়ে কাজ করবে।

ইব্রাহিমপুর ও জগন্নাথপুর পূজা মন্ডপপ রিদর্শনের সময় উপ¯ি’ত ছিলেন,সুনামগঞ্জ সদর থানার ভারপ্তর্ককর্তা মো.শহীদুর রহমান,জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান

রায়,সাধারণ সম্পাদক বিমল বণিক, ইব্রাহিমপুর পূজা কমিটির সাধারণ সম্পাদক আনন্দ দাশ,সুব্রত দাশ প্রমুখ। প্রসঙ্গত.-সুনামগঞ্জে এবার ৪১৯ টি পূজা মন্ডপে দুর্গা পূজা হ”েছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা