দোয়ারাবাজারে সাবেক এমপি মিলনের লিফলেট বিতরণ ও কর্মীসভা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : বিএনপি জাতয়ি নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, ‘‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া হবেনা। খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মীদের জেলে রেখে ভোটারবিহীন নির্বাচন করে যারা ক্ষমতায় যেতে চায়, তাদের এ স্বপ্ন কখনও পুরণ হবেনা। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তিসহ জননেতা তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে বর্তমান সংসদ বিলুপ্ত ঘোষণা করে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি ভোটকেন্দ্রে ম্যাজেস্ট্রেসি ক্ষমতা ও সশস্ত্রবাহিনী নিয়োগ নিশ্চিত করে ইভিএম পদ্ধতি ব্যবহার না করার বিধান নিশ্চিত করতে হবে।

এ ছাড়া নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে দেশি-বিদেশি পর্যবেক্ষক নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চলমান কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সাংবাদিকদের আন্দোলন এবং সামাজিক গণমাধ্যমে স্বাধীন মতপ্রকাশের অভিযোগে ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ দেশের সকল বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমুলক মিথ্যা মামলা প্রত্যাহার ও সাজা বাতিলসহ গ্রেফতারকৃতদের মুক্তির নিশ্চয়তা প্রদান করতে হবে।’’

শুক্রবার বিকেলে দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন হাট-বাজারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ শেষে স্থানীয় নরসিংপুর বাজারে আয়োজিত বিশাল কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নরসিংপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি নেতা আখলুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল হক নমু, যুগ্ম আহ্বায়ক আলতাফুর রহমান খছরু, বিএনপি নেতা বগুলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, ছাতক উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, ছাতক প্যের বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুর রহমান শামছু।

আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা এম. আব্দুল্লাহ, আব্দুল মতিন, শফিউল ইসলাম, ময়না মেম্বার, হাফিজুল ইসলাম জুয়েল, যুবদল নেতা রফিকুল ইসলাম, ফখরুল ইসলাম, ফয়জুল ইসলাম বকুল, হিরন খান, কয়েছ আহমদ, ছাত্রদল নেতা কামাল উদ্দিন, নেওয়াজ শরীফ, মুহিব উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা