দোয়ারাবাজার  সীমান্তে ভারতীয় গরুর চালানসহ মদ ও মশুর ডাল আটক

এনামুল কবির মুন্না দোয়ারাবাজার প্রতিনিধিঃসুনামগঞ্জের দোয়ারাবাজার  সীমান্তের ওপার থেকে চোরাই পথে নিয়ে আসা ভারতীয় গরুর  চালানসহ মদ ও মশুর ডাল  আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই)রাতে ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাশতলা   বিওপির টহল দল প্রায় পৌনে পাচ লক্ষ টাকা মূল্যের চোরাই গরুর চালানটি আটক করে।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম জানান, দোয়ারাবাজারের  বাশতলা সীমান্তের মেইন পিলার ১২৩১/১-এস এর নিকট হতে আনুমানিক ৫গজ বাংলাদেশের অভ্যন্তরে (জিআর-৬১৮৮৫৮, মানচিত্র ৭৮ও/৮) দোয়ারাবাজার উপজেলাধীন ০১নং বাংলাবাজার ইউনিয়নের হকনগর (শহীদ মিনার) নামক স্থান হতে ০৭ টি ভারতীয় গরু আটক করে।আটককৃত ০৭ টি গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জ কর্তৃক নিলাম করতঃ সিজার করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। যার আনুমানিক মূল্য ৪,৯০,০০০/- টাকা।
অন্যদিকে দোয়ারাবাজার উপজেলার   বাগানবাড়ী বিওপির টহল দল বৃহস্পতিবার রাতে  সীমান্ত পিলার ১২২৬/৫-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী নামক স্থান হতে ১২০ কেজি বাংলাদেশী মটর বুট এবং ৩০ কেজি মশুর ডাল আটক করে, যার আনুমানিক মূল্য ৬,৬০০/- টাকা।
শুক্রবার সন্ধায় বাশতলা সীমান্তে  বিজিবির অভিযানে ১২বোতল অফিসার চয়েজ মদ উদ্ধার করার খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা