নবীগঞ্জে ভুয়া স্টাম্প, কোর্ট ফি বিক্রেতাকে অর্থদন্ড

জাবেদ তালুকদার : নবীগঞ্জে ভুয়া রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফি ইত্যাদি বানিয়ে বিক্রি করার অপরাধে বিল্লাল হোসেন (২৮) কে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

সুত্রে জানা যায়, আজ ২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) উপজেলার বিভিন্ন স্টাম্প ভেন্ডারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিল্লাল হোসেনের দোকানে নকল স্ট্যাম্প, রেভিনিউ পাওয়ায় তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। প্রসিকিশনে সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানা পুলিশ এবং নকল সনাক্তকরন যন্ত্র দিয়ে সহায়তা করেন ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ।

নবীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, নকল রেভিনিউ স্টাম্প বিক্রির ফলে রাষ্ট্রের অনেক রেভিনিউ ক্ষতি হয়। এ ধরণের অপরাধ জাল নোট বিক্রির বা তৈরির সমান। এহন অপরাধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা