নবীগঞ্জে লাল সবুজ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে চতুর্থ মেধাবৃত্তি প্রদান 

আশাহীদ আলী আশা ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সামাজিক সংগঠন লাল সবুজ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে চতুর্থ মেধাবৃত্তী প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বাউসা ইউনিয়নের ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এতে পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণী থেকে ১৬০ জন্য শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ট্যালেন্টপুলে ৩ জন ও সাধারণ ক্যাটাগরিতে ১৭ জন শিক্ষার্থী। লাল সবুজ সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সার্টিফিকেট, ক্রেস্ট, শিক্ষা উপকরণ ও নগদ অর্থ প্রদান করা হয়। লাল সবুজ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসানের পরিচালনায় মেধাবৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মেট্রোপলিটন (পুলিশ) মুহাম্মদ আবদুল ওয়াহাব। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত বিভাগীয় কর কমিশনার হায়দর খান, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, ধুলচাতল তাজিয়া মোবাশ্বিরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন ভূইয়া, শিক্ষক আব্দুল কাদির, আনোয়ারখালী খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি ইছমত আহমেদ, সাবেক মেম্বার মোঃ গিয়াস উদ্দিন। এতে আরো বক্তব্য রাখেন লাল সবুজ সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা