নবীগঞ্জে সাংবাদিক মুরাদকে প্রভাবশালী মহল কর্তৃক হুমকী প্রতিবাদ সভা

আশাহীদ আলী আশা ॥ সংবাদ প্রকাশের জের ধরে জনৈক প্রভাবশালী কর্তৃক দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার নির্বাহী সম্পাদক মুরাদ আহমেদকে হুমকি প্রদর্শনের প্রেক্ষিতে নবীগঞ্জে কর্মরত সাংবাদিকদের এক সভায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। গতকাল রবিবার বিকেলে নবীগঞ্জ পৌর অডিটোরিয়ামে সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসকাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাইফুল জাহান চৌধুরী, এটিএম সালাম, এম.এ আহমদ আজাদ, মুরাদ আহমদ, বিজয়ের প্রতিধ্বনী পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রতন, সাবেক সহ-সভাপতি আশাহিদ আলী আশা, সাবেক সাধারণ সম্পাদক এম.এ বাছিত, উত্তম কুমার পাল হিমেল, মোঃ সরওয়ার শিকদার, রাকিল হোসেন, কিবরিয়া চৌধুরী, সলিল বরণ দাশ, আলমগীর মিয়া এম.এ মুহিত, সাবেক যুগ্ম সম্পাদক শাহ সুলতান আহমেদ ও মতিউর রহমান মুন্না, সাংবাদিক আবু তালেব, এম.মুজিবুর রহমান, আকিকুর রহমান সেলিম, সেলিম তালুকদার, হাবিবুর রহমান চৌধুরী শামীম, মহিবুর রহমান, আলী হাছান লিটন, এটিএম জাকিরুল ইসলাম, মহিবুর রহমান চৌধুরী তছনু, মুজাহিদ আলম চৌধুরী, শওকত আলী, ছনি চৌধুরী, বুলবুল আহমেদ, নাবিদ মিয়া, এস.এম আমির হামজা প্রমুখ। প্রতিবাদ সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুরাদকে হুমকীর ব্যাপারে নবীগঞ্জের কর্মরত সাংবাদিকরা উদ্বেগ ও চরম ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনের জোড়ালো হস্তক্ষেপ কামনা করেন। সভায় নবীগঞ্জের সকল সাংবাদিক নেতৃবৃন্দ ঐক্যমত প্রকাশ করে বলা হয় আগামীতে সংবাদ সংক্রান্ত কোন বিষয়ে কোন সাংবাদিককে হয়রানি করা হলে সম্মিলিতভাবে মুখাবেলা করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা