নোয়াখালীতে নির্বাচনের সরঞ্জাম বিতরন, পুলিশ প্রেস ব্রিফিং

নবীন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বানিজ্যিক শহর চৌমুহনী পৌরসভা ও দ্বীপ উপজেলা হাতিয়া পৌরসভায় আগামী কাল ৩০ জানুয়ারী নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে পৌরসভার সরকারী কারীগরী উচ্চ বিদ্যালয় মাছে ব্রিফিং করেন পুলিশ সুপার আলমগীর হোসেন। ব্রিফিং শেষে উপজেলা নির্বাচন অফিস থেকে স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও আইনশৃংখলা বাহিনী নির্বাচনী সরঞ্জাম নিয়ে যায়।

পুলিশ সুপার বলেন, সুষ্ঠ নির্বাচন উপহার দেয়ার জন্য পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। বিশৃঙ্খলাকারী কাউকে ছাড় দেয়া হবেনা।

নির্বাচনের রিটানিং কর্মকর্তা রবিউল আলম বলেন, চৌমুহনী পৌরসভায় কেন্দ্র সংখ্যা ২০টি। নির্বাচনকে সুষ্ঠ করার জন্য তিন শতাধিক পুলিশ, র‌্যাবের ৬টি টিম, ৬ প্লাটুন বিজিবি, পুলিশের ১৭টি মোবাইল টিম, স্ট্রাইকিং টিম ৯টি, নির্বাহী ম্যাজিস্ট্যাট ১৫ জন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট ১জন থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা