নোয়াখালীর হাতিয়ায় করোনা ভাইরাস টিকাদানের উদ্বোধনী দিনে ৬৭ জনকে টিকা প্রদান

নবীন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদ হলরুমে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, হাতিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: নাজিম উদ্দিন।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হাতিয়া হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা: নিজাম উদ্দিন মিজানকে প্রথম টিকা প্রদানের মধ্য দিয়ে টিকা প্রদান কার্যক্রম শুরু করেন।

এসময় হাতিয়া উপজেলায় কর্মরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, পুলিশ, আনসার সহ বিভিন্ন পেশার ৬৭জনকে এই টিকা গ্রহন করেছেন বলে হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো: নাজিম উদ্দিন জানান।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন জানান, আগামী বারো কর্মদিবস পর্যন্ত এই টিকা দান কার্যক্রম চলমান থাকবে এবং ৭হাজার ৫শ ৭০জনকে এ টিকা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা