নোয়াখালীর হাতিয়া পৌরসভায় আ.লীগ, চৌমুহনীতে স্বতন্ত্র প্রার্থীর জয়

নবীন, নোয়াখাালী প্রতিনিধি-নোয়াখালীর হাতিয়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কেএম ওবায়দুল্লাহ ও বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খালেদ সাইফুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩০ জানুয়ারি) জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মো. রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচনে হাতিয়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত কে এম ওবায়দুল্লাহ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৯৯৮ ভোটার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী আব্দুর রহিম পেয়েছেন ২ হাজার ৮৫৫ ভোট।

অপরদিকে চৌমুহনী স্থানীয় সাংসদ মামুনুর রশিদ কিরনের বড় ভাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খালেদ সাইফুল্লাহ পেয়েছেন ১৩ হাজার ৪১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেন ফয়সল পেয়েছেন ১০ হাজার ৯৩৬ ও ধানের শীর্ষের প্রার্থী জহির উদ্দিন হারুন পেয়েছেন ৫ হাজার ৮৩১ ভোট।

প্রসঙ্গত, চৌমুহনী পৌরসভার ২০টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫৪ হাজার ২৫৪ জন। যার মধ্যে পুরুষ ২৮ হাজার ৫১৩ ও মহিলা ২৫ হাজার ৭৪১ জন।

অন্যদিকে হাতিয়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৩৯৮ জন। যার মধ্যে মহিলা ১৫ হাজার ৬৪৫ জন ও ১৬ হাজার ৭৫৩ জন পুরুষ ভোটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা