নোয়াখালী হাতিয়ায় অস্ত্র ও গুলিসহ দুই জলদস্যু আটক

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নে মৌলভীচরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আয়ুব নবী (৪৫) ও ফরিদ উদ্দিন (৩০) নামে দুই জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।
এসময় তাদের কাছ থেকে একটি এক নলা বন্দুক, একটি পাইপগান, চার রাউন্ড গুলি ও চারটি রামদা জব্দ করা হয়।
মৌলভীরচর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছেন, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আব্দুল্ল্যাহ গ্রামের মাহমুদ উল্যার ছেলে আয়ুব নবী ও একই এলাকার নূর মোহাম্মদের ছেলে ফরিদ উদ্দিন। তারা উভয় বর্তমানে হাতিয়ার চেয়ারম্যান বাজার সংলগ্ন তেলীরচরে থাকে।
কোস্টগার্ড হাতিয়ার স্টেশান অফিসার লে. মেহেদী হাসান জানান, ৬-৭ জনের একদল জলদস্যু মৌলভীরচর এলাকায় ৪০-৫০টি মাছ ধরার নৌকাতে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় দস্যুদল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আয়ুব নবী ও ফরিদ উদ্দিনকে একটি একনলা বন্দুক, একটি পাইপগান, চার রাউন্ড গুলি ও চারটি রামদাসহ আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা