হাওরের ধান কোন ভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সবার সজাগ থাকা উচিত- জেলা প্রশাসক

সুনামগঞ্জ প্রতিনিধি:জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন হাওরের ধান কোন ভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সবার সজাগ থাকা উচিত। আগাম বন্যার পূর্বাভাস পাওয়া মাত্র নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নিতে হবে। আবহাওয়ার পূর্বাভাস সবাই কে বিশেষ করে কৃষকদের জানাতে হবে। বুধবার সকাল ১০ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উত্তর পূর্বাঞ্চলের আকস্মিক বন্যা বিষয়ে অংশীজনের সাথে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি ও মৎস্য দফতরের সাবেক মহাপরিচালক ডঃ মোঃ আব্দুল মুইদ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুশিমোহন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঢাকা বিদ্যুত কুমার সাহা,সুনামগঞ্জ কৃষিসম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক মোহাম্মদ ফরিদুল হাসান, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সবিবুর রহমান, হাওর বাচাও আন্দোলন সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ আইন জীবি সমিতির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ স¤পাদক এমরানুল হক চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি জাকির হোসেন, সময় টিভির প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র প্রমুখ। কর্মশালা সঞ্চালনা করেন রাইমস প্রজেক্ট ম্যানেজার সামিয়া জাহান চৌধুরী। ডঃ আব্দুল মুইদ বলেন গত বছর করোনার বিরূপ প্রভাবের কারণে হাওরের ফসল কাটার খুব সমস্যার সৃষ্টি হলে সরকারের পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলা থেকে দক্ষ কৃষি শ্রমিক এনে ধান সহজেই কাটা সম্ভব হয়েছিল। গণ পরিবহণ বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার দের সহযোগিতায় সম্ভব হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা