জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ডাকা ৪৮ ঘণ্টা ধর্মঘটের দ্বিতীয় দিনেও দূরপাল্লার ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অফিস আদালত, ব্যাংক, বিমাসহ গুরুত্বপুর্ণ অফিস খোলা থাকলেও উপস্থিতি কম দেখা গেছে। কর্মবিরতির কারণে কোনো এলাকায় গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি। বিশেষ করে বাস এবং পণ্যবাহী কোন গাড়ি চলাচল করেনি। ফলে মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েন।

জগন্নাথপুর উপজেলার দিয়ে সিলেট-সুনামগঞ্জ সহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ লোকজন।পাশাপাশি অভ্যন্তরীণ সড়কগুলোতে রিকশার পাশাপাশি সীমিত আকারে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। উপজেলার পৌরশহরের গতকালের চেয়ে দ্বিতীয় দিনে পুলিশের উপস্থিতি বেশী থাকায় মালিক ও শ্রমিক সংগঠনের লোকজনদের রাস্তায় দেখা যায়নি। পৌর শহরের বাহিরে গতকালের ভয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে না।

ধর্মঘটের বিষয়ে জানতে কয়েকজন পথচালির সাথে জানতে চাইলে তারা প্রতিনিধিকে বলেন, প্রতিদিনের ন্যায় আমরা বাড়ী থেকে বাহির হয়ে আসি। ধর্মঘট থাকায় বিকল্প রাস্তায় যাওয়ার চেষ্টা করলে চারগুন ভাড়া দিয়ে আসতে হচ্ছে। এমনকি চালকেরা ভয়ে গাড়ী চালাতে পারছেন না। তারা আরো বলেন, আমরা বাধ্য হয়ে পায়ে হেটে গন্তব্য স্থানে যেতে পারছিনা। পরিবহন ধর্মঘটের জন্য ব্যাংকগুলো আমাদের টাকা দিচ্ছেনা। কষ্ট করে থানা শহরের ব্যাংকে গিয়ে টাকা নিয়ে আসতে হচ্ছে।

জগন্নাথপুরে পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনেও ভোগান্তি

ফেসবুকে আমরা