উপজেলা পরিষদ নির্বাচন নোয়াখালীর ৭ উপজেলায় চেয়ারম্যান পদে ১৭ জনের মনোনয়ন পত্র দাখিল

নোয়াখালী প্রতিনিধি: চতুর্থ ধাপে ৩১ মার্চের উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালী জেলার ৭ টি উপজেলায় চেয়ারম্যান পদে ১৭ জন প্রার্থী মনোনযন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে চাটখিল, সোনাইমুড়ি, সেনবাগ, কবির হাট ও কোম্পানিগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। সোমবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন সংশ্লিষ্ঠ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: শাহাব উদ্দীন। দলের বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল।তিনি বর্তমান চেয়ারম্যান। কবিরহাট উপজেলায় চেয়ারম্যান পদে সরকার দলীয় মনোনীত প্রার্থী কামরুন নাহার শিউলি। তিনি বর্তমান চেয়াম্যান। বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা আওয়ামীলীগ সদস্য আলা বকস টিটু ও কবির হাট উপজেলা আওয়ামীলীগ সদস্য খাদেমা আক্তার। সুবর্ণচর উপজেলায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ, এইচ, এম খায়রুল আনম চৌধুরী সেলিম। সেনবাগে উপজেলায় নৌকার প্রার্থী হলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জাফর আহম্মেদ চৌধুরী। বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক। সোইমুড়ি উপজেলায় নৌকার প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ব্যবসায়ী খন্দকার রুহুল আমিন। বিদ্রোহী প্রার্থী হয়েছেন সোনাইমুড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ফ ম বাবুল (বাবুল চেয়াম্যান)। চাটখিল উপজেলায় সরকার দলীয় মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির। বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল চৌধুরী। এছাড়া জাতীয় পার্টির সহ-সভাপতি আবুল হাসান ভুইয়া কুসুম ও স্বতন্ত্র প্রার্থী রহিম উদ্দীন। বেগমগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ওমর ফারুক বাদশাও জাতীয় পার্টির প্রার্থী আব্দুল রব। জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম ৭ উপজেলায় চেয়ারম্যান পদে ১৭ জনের মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা