করোনায় ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭৬, আক্রান্ত ২৭৩০১

মোহাম্মদ গোলাম কিবরিয়া, লন্ডন: করোনার প্রথম আক্রমনে লণ্ডভণ্ড হবার পর ব্রিটেনে দ্বিতীয় ঢেউ চলছে এখন। দ্বিতীয়বারের আক্রমনেও ব্রিটেনে ব্যাপক প্রাণহানী ও সংক্রমন চলছে।তবে, করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমলেও একদিনে আক্রান্তের দিক থেকে আজও দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ২৭,৩০১ জন। গতকাল ছিলো সর্বোচ্চ ৩৩,৪৭০ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় শুক্রবার মৃত্যু হয়েছে আরো ৩৭৬ জনের। গতকাল বৃহস্পতিবার ছিলো ৫৬৩ জন, বুধবার ছিলো ৫৯৫ জন, মঙ্গলবার ছিলো ৫৩২ জন। মোট মৃতের সংখ্যা ৫১ হাজার ৩০৪ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭,৩০১জন।

গতকাল বৃহস্পতিবার ছিলো ৩৩,৪৭০ জন, বুধবার ছিলো ২২,৯৫০ জন, মঙ্গলবার ছিলো ২০৪১২ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ১৭ হাজার ৪৯৬ জন। (সূত্র দ্যা সান) গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ব্রিটেনে হাসপাতাগুলোতে ভর্তি রয়েছেন ১৪,০৩০ জন করোনা রোগী। এর মধ্যে বুধবার পর্যন্ত ১২১৯ ভেন্টিলেশনে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা