করোনা ঝুকি এড়াতে নোয়াখালী কারাগারে মুক্তির অপেক্ষায় ১০৭ কয়দি

নবীন, নোয়াখালী প্রতিনিধিঃকরোনা সংক্রমন এড়াতে সরকারের বিশেষ ক্ষমতায় মানবিক কারনে সারা দেশে কয়েক হাজার কয়েদিকে সাময়িক মুক্তির আওতায় নোয়াখালী জেলা কারাগার হতে লগু দন্ডে দন্ডিত বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্তদের মুক্তির সুপারিশ করে অধিদপ্তরে জেলা কারা কর্তৃপক্ষ তালিকা অনুযায়ী মুক্তির অপেক্ষায় ১০৭ কয়েদি।

১১টি পুরুষ ও ১টি নারী ওয়ার্ডে ৩৮৮ জনের ধারন ক্ষমতায় ১ হাজারের বেশী কয়েদি বন্দি থাকায় ১ বছর কারাদন্ড প্রাপ্ত ৮৭ জন এবং ২০ বছরের উর্ধ্বে থাকা ২০ জনের নামের তালিকা ইতিমধ্যে ঢাকা কারা অধিদপ্তরে প্রস্তাব পাঠিয়েছে বলে জানান, নোয়াখালী জেল সুপার মনির আহমেদ।

জেলার এমরান হোসেন জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নিজেদের সহ কারারক্ষীদের সুরক্ষা এবং নতুন বন্দিদের প্রধান গেটে সাবান ও হ্যান্ড ওয়াশ দিয়ে হাতমুখ ধুয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করে প্রাথমিক সুস্থতার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ১৪ দিন আলাদা সেলে রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা