কাজী গোলাম সারোয়ার কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত

মোঃ জামাল মিয়া,ভৈরব (কিশোরগঞ্জ ) প্রতিনিধি ॥ ভৈরবের গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী গোলাম সারোয়ার গোলাপ কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । এলজিএসপিতে কিশোরগঞ্জ জেলার এ গ্রেড অর্জন করায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ ) তাকে আজীবন সদস্যপদ ও স্বর্ণ পদক ক্রেষ্ট প্রদান করেন ।

গত ৪ মে ঢাকার ফার্স হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি তার হাতে এ পদক তুলে দেন । এ সময় অনুষ্ঠানে বিইউপিএফ এর সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের সাবেক ভিসি ডঃ প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিক,এমপি রুহুল আমিন,দৈনিক সমকালের উপ-সম্পাদক আবু সাইয়িদ,জার্নালিষ্ট ট্রেনিং এন্ড রিচার্স ইনিষ্টিটিউটের প্রধান নির্বাহী জামিল আহমেদ, দৈনিক নবচেতনা পত্রিকার সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমূখ ।

উল্ল্যেখ্য কাজী গোলাম সারোয়ার ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা গ্রামের বাসিন্দা । তার বাবা ছিলেন ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যার কাজী মফিজ উদ্দিন ।

১৯৭৩-৭৪ সালে কাজী গোলাম সারোয়ার একজন তুখোর ছাত্রলীগ নেতা হিসেবে সক্রিয় ছিলেন । ২০১৬ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন । এরপর থেকে সুনামের সাথে তিনি দায়িত্বপালন করছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা