কানাইঘাটের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মালিকের দাফন সম্পন্ন

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কানাইঘাট পৌরসভার ধর্মপুর গ্রাম নিবাসী সমাজসেবী মাস্টার আব্দুল মালিক হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় মারা গেছেন, ইন্নানিল্লাহি……….রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ যোহর মনসুরিয়া কামিল মাদ্রাসা মাঠে আব্দুল মালিকের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ শরীক হন। পরে তার লাশ ধর্মপুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়। জানাজা পূর্বে মাস্টার আব্দুল মালিকের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাবেক সাংসদ অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী সহ মরহুমের স্বজনরা। উল্লেখ্য যে, অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল মালিক মৃত্যুর আগ পর্যন্ত পৌরসভার সোনারবাংলা একাডেমীর প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি ঐতিহ্যবাহী কানাইঘাট আজাদ ইলেভেন স্পোর্টিং ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি এক সময় কানাইঘাট পৌর জাতীয়পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। এদিকে সমাজসেবী ও ক্রীড়ামোদী মাস্টার আব্দুল মালিকের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক এম.এ হান্নান, মনসুরিয়া কামিল মাদ্রাসা গভর্ণিং বডির সভাপতি এডভোকেট মোঃ ইলিয়াছ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও যুবলীগের সাবেক আহ্বায়ক মাসুক আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আজাদ ইলেভেন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, বাংলাদেশ শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার সভাপতি ও কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, আজাদ ইলেভেন স্পোর্টিং ক্লাবের সহ সভাপতি কাউন্সিলর ইসলাম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা জাতীয়পার্টির আহ্বায়ক আলা উদ্দিন মামুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা