নবীগঞ্জে পুকুরের বিষ প্রয়োগ করে ৫ লক্ষ টাকার মাছ নিধন

আশাহীদ আলী আশা::নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের ছোট সাকুয়া গ্রামের মৃত ফিরোজ মিয়া পুত্র টিটু মিয়ার লীজকৃত পুকুরে একদল দুর্বৃত্ত বিষ প্রয়োগ করে প্রায় ৫ লক্ষ টাকার মাছ নিধন করে ক্ষতি সাধন করছে। ঘটাটি ঘটেছে গতকাল রবিবার ভোর রাতে। এ ঘটনায় টিটু মিয়া বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, টিটু মিয়া ছোট সাকুয়া গ্রামের কওমী মাদ্রাসার ফিশারী পুকুর লীজ এনে মাছ চাষ করেন। তাদের গ্রামের নুরুল ইসলামের পুত্র কাশেম মিয়া, মৃত আতর আলীর পুত্র সুনুক মিয়া ও সরুজ্জামানের পুত্র বাচ্চু মিয়া গংদের সাথে তার পূর্ব থেকে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উল্লেখিত ব্যাক্তিরা তার লীজকৃত পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লক্ষ টাকার মাছ নিধন করে । টিটু মিয়া তার লিখিত অভিযোগে বলেছেন, তিনি ছোট সাকুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরীর কাজ করেন। স্কুল ও তার লীজকৃত ফিশারী খুব কাছাকাছি থাকার সুবাধে তিনি তার ফিশারীর পুকুর পাড়ে উল্লেখিত ব্যাক্তি গংরা ছাড়াও বেশ কয়েকজনকে দেখতে পেয়ে র্টচ লাইট মারলে তারা বিষের বোতল পুকুরে ফেলে চলে যান। এসময় সে তাদের পরিচয় জানতে চাইতে এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরাসহ সবাই পালিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা