নবীগঞ্জে পূজা সম্পুর্ণ।। গোবিন্দ জিউড় আখড়ায় সমাপনী শান্তিজল অনুষ্টিত

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে ৯০টি পুজা মন্ডপে
শারদীয় দুর্গাপুজা বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন  হয়েছে হিন্দু ধর্মাবলম্বী স্মপ্রদায়ের ৫ দিন ব্যাপী সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপুজা । অধিকাংশ মুর্তিগুলো মাধবপুরের পিংলি নদী এবং বিজনা নদীতে বিসর্জন করা হলেও কিছু কিছু মন্ডপে নিজস্ব ব্যবস্থাপনায় বিসর্জন ককরা হয়েছ। প্রতিমা বির্সজন শেষে নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ায় সমাপনী শান্তি জল প্রদান গতকাল সোমবার রাতে গোবিন্দ জিউড় আখড়ায়  অনুষ্টিত হয়। শান্তিজল প্রদান অনুষ্টানে পৌরহিত্য করেন সর্বশ্রী হরিপদ ভট্টচার্য্য।  গোবিন্দ জিউড় আখড়া পুজা কমিটির সভাপতি অজিত কুমার দাশ স্বাগত বক্তব্য রাখেন। এেত উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল,গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সাবেক সভাপতি সুবিনয় কর,সাধারন সম্পাদক বিধান ধর,পুজা কমিটির সহ সভাপতি প্রজেশ রায় নিতন,রঙ্গ লাল রায়, মৃদুল কান্তি রায়,উত্তম কুমার রায়, সাধারন সম্পাদক দীপক পাল,যুগ্ম সম্পাদক লিটন দেবনাথ,উৎপল দাশ, অর্থ সম্পাদক পার্থ কুমার পাল, রিপন কর,প্রচার সম্পাদক  অমলেন্দু সুত্রধর,অরবিন্দু বনিক, প্রণব চক্রবর্তী, বিকাশ রায়,পবিত্র বনিক, অসিত পাল,শংকর দেব, প্রদীপ রায়,তনুজ রায়,কাঞ্চন বনিকসহ অন্যান নেতৃবৃন্দ। এছাড়া অনুরুপ অনুষ্টানমালার মধ্য দিয়ে
আক্রমপুর লোকনাথ আশ্রমে সংঘমিত্র পুজা কমিটির উদ্যোগেও শান্তিজল প্রদান অনুষ্টিত হয়। পুজা কমিটির সভাপতি সাধন চন্দ্র দাশের সভপতিত্বে এবং সাধারন সম্পাদক সুজিত পালের পরিচালনায় এবং লোকনাথ সেবা সংঘের সভপতি সুখেন্দু পুরকায়াস্থ এবং সাবেক সভাপতি ভবানী মংকর ভট্টাচার্য্যের সার্বিক তত্ত্বাবধানে শান্তি জল প্রদান অনুষ্টিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা