নোয়াখালীতে ধানের নায্য মুল্যর দাবিতে কৃষকদলের মানব বন্ধন

নোয়াখালী প্রতিনিধি::’’কৃষক বাঁচাও ,দেশ বাঁচাও ’’ শিরোনামে নোয়াখালীর সুবর্নচর উপজেলায় খাসের হাট রাস্তার মাথায় বুধবার দুপুরে কৃষকদের এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সুবর্নচর উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক রাশেদ ইকবাল বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষক দলের সভাপতি আকবর হোসেন ,কৃষক মাইন উদ্দিন ,প্রান্তিক চাষী শাহ আলম, বর্গা চাষী আবুল কালাম আজাদ।
বক্তারা বলেন, তৃন মুল কৃষকদের ধানের নায্য মুল্যর দাবিতে মধ্যসত্বভোগী ও ফঢ়িয়া ব্যাপারীদের থেকে ধান না কিনে সরাসরি কৃষকদের থেকে ধান ক্রয়ের দাবি জানায় ।
বক্তরা আরও বলেন ,বাংলাদেশ কৃষি প্রধান দেশ ,এদেশের কৃষক বাঁচলে বাঁচবে দেশ,কৃষকদের ধানের উৎপাদন খরচ হিসেব করে কৃষকরা ধানের নুন্যতম ক্রয় মুল্য ৭৫০-৮০০ টাকা করার জোর দাবী জানায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা