ভারতে গত ২৪ ঘন্টায় ৬’শ ১ জন করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্টঃ  ভারতে গত ২৪ ঘন্টায় ৬’শ ১ জন করোনায় আক্রান্ত হয়েছে।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা তিন হাজার ৭২ জনে পৌঁছেছে এবং মৃতের সংখ্যা ৭৫ জনে দাঁড়িয়েছে ।এদিকে, করোনাভাইরাস ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আগামী ৮ এপ্রিল, বুধবার ওই বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।শনিবার এক চিঠিতে দেশটির সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, লোকসভায় যে রাজনৈতিক দলগুলোর অন্তত পাঁচ জন সদস্য রয়েছেন তাদেরই ওই বৈঠকে যোগ দেওয়ার আহ্ববান জানানো হবে।আনন্দবাজার বলছে, দেশে করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি ও চলতি লকডাউনের মধ্যে এই প্রথম সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী মোদী।করোনভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা মেনে চলতে ও চলাচলে বিধিনিষেধের কারণে বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে করার সিদ্ধান্ত হয়েছে।এর আগে ভারতের রাজ্যগুলির কোভিড-১৯ মোকাবেলার পরিস্থিতি জানতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা