নোয়াখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

নোয়াখালী প্রতিনিধি: ‘বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ এ শ্লোগানে নোয়াখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হচ্ছে।

জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে রোববার জেলা শহর মাইজদীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) আবদুর রউফ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: আলমগীর হোসেন, জেলা উপানুষ্ঠানি শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক বিদ্যুৎ রায় বর্মন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিয়া মো: শাহজাহান, যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, মুক্তিযোদ্ধা আবুল কাশেম জিএস, এন রাশ’র প্রধান নির্বাহী আবুল হাসেম ও বিবি কুলসুম।

বক্তারা জেলায় উপানুষ্ঠানি শিক্ষা কার্যক্রমের নানা দিক তুলে ধওে দুর্মম চর ও দ্বীপ এলাকায় এ কার্যক্রম আরো ছড়িয়ে দেয়ার প্রতি গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা