হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচঙ্গ আতুকুড়া মাঠে শফিকুল ইসলাম উজ্জল টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ এপ্রিল) সকালে শাহজালাল একাদশ বনাম আতুকুড়া শেখ স্পোটিং ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে শেখ স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা দলের সাবেক কোচ ও খেলোয়ার ফ্রান্স প্রবাসী সাংবাদিক ফেরদৌস করিম আখনজী।

বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতিরি সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল হোসেন, ইউপি সদস্য জালাল মিয়া আখনজী, আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সতিমির সভাপতি নিতেন্দ্র চন্দ্র দাস, সহ-সভাপতি সাংবাদিক এসএম সুরুজ আলী যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহেমদ, প্রচার সম্পাদক নুরুল আমীন, আশহাদুর রহমান, রুহুল আমিন, তাহির আলম, দুলাল মিয়া প্রমূখ।

পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামছুল হক আখনজী। অনুষ্ঠান পরিচালনা করেন আসুশিকস’র সাংগঠনিক সম্পাদক মহিবুল হোসেন উজ্জল, ক্রীড়া সম্পাদক শিপন মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস করিম আখনজী এলাকা খেলাধুলাসহ শিক্ষা মান্নোয়নে সহযোগিতার আশ্বাস দেন এবং তার বাবা মরহুম অ্যাডভোকেট পন্ডিত আব্দুল করিম আখনজী ও মা মাহমুদা খানমের নামে প্রতি বছর বৃত্তি প্রদানের ঘোষণা দেন।

হবিগঞ্জের বানিয়াচঙ্গে টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাহুবল প্রতিনিধি:: হবিগঞ্জের বাহুবল উপজেলার পিয়ারী লাল রবিদাস (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে চোলাই মদসহ  আটক করেছেপুলিশ। সে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফয়জাবাদ গ্রামের রামলগন রবিদাসের ছেলে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বেলা ১টায় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচার করছে এমন খবর পেয়ে কামাইছড়া পুলিশফাঁড়ির ইনচার্জ এসআই মো: মহরম আলী ও এএসআই আব্দুল কাদের জিলানী একদল পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করে ৩০ লিটার মদসহ মাদক ব্যবসায়ীকে আটক করেন। এসআই মো: মহরম আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাহুবলে চোলাই মদসহ ব্যবসায়ী আটক

ফেসবুকে আমরা