কানাইঘাটের বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল হকের ৭ম মৃত্যু বার্ষিকী পালিত

কানাইঘাট প্রতিনিধি :: মহান স্বাধীনতা যুদ্ধের বীরসেনানী জৈন্তিয়া জেলা বাস্তবায়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক যুক্তরাষ্ট্র প্রবাসী বীরমুক্তিযোদ্ধা প্রয়াত আনোয়ারুল হক চতুলীর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তার স্মরণে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যা ৬টায় আনোয়ারুল হক চতুলীর জন্মস্থান কানাইঘাট চতুল ঈদগাহ বাজারে একটি সামাজিক সংগঠনের কার্যালয়ে আনোয়ারুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভায় মরহুমের সহযোদ্ধা বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-উলামা ও সুধীজন উপস্থিতিত ছিলেন। সভায় বীরমুক্তিযোদ্ধা বিশিষ্ট সংগঠক আনোয়ারুল হক চতুলীর স্মৃতিচারণ করে বক্তারা বলেন, তিনি ছিলেন রণাঙ্গনের একজন দেশপ্রেমিক বীরমুক্তিযোদ্ধা। বৃহত্তর জৈন্তিয়াকে নিয়ে জেলা ঘোষণাসহ এ অঞ্চলের মানুষের বিভিন্ন ন্যায্য দাবী-দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে মৃত্যুর আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রবাসী আনোয়ারুল হক সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন। এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকান্ডের মাধ্যমে অসহায় মানুষজনকে সহযোগিতাসহ মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করায় এলাকাবাসী তাকে সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মাষ্টার সামছ উদ্দিনের সভাপতিত্বে ও যুব নেতা শামীম হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা মুক্তিদযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য বীর মুৃক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সদস্য নূরুল আম্বিয়া, বড়চতুল ইউপি বিএনপির সভাপতি আব্দুন নুর মেম্বার, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সদস্য শাহীন আহমদ, সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ, আ’লীগ নেতা লোকমান আহমদ, বিএনপি নেতা মঞ্জুর আহমদ, ডাক্তার ইকবালুর রহমান, যুবলীগ নেতা হাবিবুল্লাহ, মাওলানা খলিলুর রহমান। সভা শেষে মরহুম আনোয়ারুল হক চতুলীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন চতুল ঈদগাহ কৌমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা