কিশোর ডালিমের হত্যাকারীকে দ্রুত গ্রেফতারের দাবী এলাকাবাসীর

কানাইঘাট প্রতিনিধিঃসিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লোভানদীতে নির্মম ভাবে খুন হওয়া কিশোর ডালিমের হত্যাকারী আব্দুশ শুক্কুরকে দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন এলাকাবাসী। গতকাল শনিবার সকাল ১১ টায় উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি’র বড়গ্রামের আব্বাস উদ্দিন, তাজির উদ্দিন, আলা উদ্দিন ও কমর উদ্দিন সহ এলাকাবাসী কিশোর ডালিমের হত্যাকারী আব্দুশ শুক্কুরকে দ্রত গ্রেফতারের দাবী জানিয়ে বলেন আব্দুশ শুক্কুর এলাকার বখাটেপনা এক উশৃঙ্খল যুবক। সরেজমিনে জানা যায় গত ১৩ জুন রাত ১১ টার দিকে কিশোর ডালিমের মা হঠাৎ পেটে ব্যাথা জনিত রোগে অসুস্থ হয়ে পড়েন। এতে মায়ের ঔষধ ফার্মেসী থেকে কিনতে ডালিম তার প্রতিবেশী সহপাটি নজরুল ইসলাম ও আফজলকে সাথে নিয়ে স্থানীয় নয়া বাজারের উদ্যেশে রওয়ানা হয়। নদীর ঘাটে গিয়ে তারা একই গ্রামের রুবেল ও কয়ছর আহমদের নৌকায় ঊঠে। এতে ঐ গ্রামের মৃত আলা উ্িদ্দনের পুত্র আব্দুশ শুক্কুর কিশোর ডালিমকে নৌকায় ঊঠতে দেখে সে তার দুই সহযোগীকে সাথে করে আরেকটি ইঞ্জিন নৌকা নিয়ে ডালিমদের নৌকাকে ধাওয়া করে। এক পর্যায়ে তাদের নৌকাটি নয়াবাজার সংলগ্ন উত্তর পাশে পৌছা মাত্র আব্দুশ শুক্কুর তার পূর্ব শত্রæতার জের মেটাতে কিশোর ডালিমকে লক্ষ করে নৌকায় স্বজোরে ধাক্কা দেয়। এতে ডালিম বুকে, পিঠে ও উরুতে রক্তাক্ত জখম হয়ে লোভানদীতে পড়ে যায়। এরপরও আহত ডালিম নৌকায় উঠায় জন্য বার বার চেষ্টা করে। কিন্তু আব্দুশ শুক্কুর ও তার সহযোগীরা ডালিমকে নৌকার বৈঠা দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে কিশোর ডালিমের নিথর দেহ লোভা নদীতে ডুবে যায়। এ সময় ডালিমের সাথে থাকা অপর ৪ জন গুরুত্বর জখম হয়ে প্রাণের ভয়ে নৌকা থেকে ঝাপিঁয়ে নদীতে পড়ে যান। এবং তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আব্দুশ শুক্কর ও তার অপর দুই সহযোগী চলে যায়। খবর পেয়ে ডালিমের পরিবারের লোকজন সহ আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে রাতভর ডালিমকে খুজা খুজি করেন। পরের দিন বেলা আড়াই টায় কানাইঘাট থানা পুলিশের উপস্থিতিতে সিলেট ফায়ার সার্ভিসের একটি দল লোভানদীর তলদেশ থেকে ডালিমের নিথর দেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত ডালিমের বড় ভাই সুলতান আহমদ বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করেছেন। থানার মামলা নং ১৭। এ ব্যাপারে মামলা তদন্ত কর্মকর্তা থানার এসআই হুমায়ুন কবির জানান আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা