নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে আশাহিদ আলী আশা বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি নির্বাচিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে সাংবাদিক মহলের ঐতিহাসিক ঐক্য সংঘটিত হওয়ার পর প্রথম বারের মতো নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন পদে ২২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ১জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, যুগ্ম সম্পাদক পদে ২ জন, অর্থ সম্পাদক পদে ২ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। সহ-সভাপতি পদে ইনাতগঞ্জ বার্তা সাহিত্য সাময়িকী পত্রিকার সাবেক সম্পাদক মণ্ডলীর সভাপতি ও প্রকাশক, ইনাতগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, নবীগঞ্জ প্রেসক্লাবের দুই বারের সাবেক সিনিয়র সহ সভাপতি, হবীগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের দুই বারের সাবেক আইন সম্পাদক ও বর্তমান প্রচার ও প্রকাশনা সম্পাদক, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সদস্য, ঢাকা প্রেসক্লাবের সদস্য, দৈনিক শাখা বরাক /এস টিভি/ পৈলবার্তা অনলাইন নির্বাহী সম্পাদক, দৈনিক আলোকিত সকাল ও দৈনিক স্বদেশ বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার আশাহীদ আলী আশা মনোনয়ন জমা দেন। কিন্তু তার সাথে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সাংবাদিক আশাহিদ আলী আশা প্রথমবারের মত নবীগঞ্জ ঐক্যবদ্ধ প্রেসক্লাবের ভোটের নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে শুভাকাঙ্ক্ষীরা বার্তা দিচ্ছেন। সাংবাদিক আশাহীদ আলী আশা আনন্দ অনুভূতি প্রকাশ করে বলেন, আমি সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা ছাড়া নির্বাচিত হয়েছি এতে আমি আনন্দিত হয়েছি, তবে এর চেয়ে বেশি আনন্দিত হয়েছি যখন নবীগঞ্জ উপজেলার সকল সাংবাদিক ঐক্যবদ্ধ হয়েছেন। আমি ১৯৯৬ সাল থেকে হবীগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক স্বদেশ বার্তার সম্পাদক ও প্রকাশক ইসমাইল হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম এটি এম নুরুল ইসলাম খেজুর, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, মরহুম মাসুদ উদ্দিন সহ আরো অনেকের সহযোগিতায় হবীগঞ্জ থেকে সাপ্তাহিক স্বদেশ বার্তা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করে হাটি হাটি পা পা করে আজ আমি ইউনিয়ন থেকে রাজধানী’সহ বিভিন্ন সংগঠনে দায়িত্ব পালন করে আসছি। ইনাতগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির নির্বাচিত সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, ইনাতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক সমিতির সভাপতি, ইনাতগঞ্জ পশ্চিম বাজার জামে মসজিদের ভুমি দাতা পরিবারের সদস্য এছাড়াও জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছি। নেতৃত্ব আমার আকাঙ্খা নয়, সাংবাদিক মহলের মধ্যে ঐক্যের বন্ধন অটুট রেখে সকলের স্বার্থ সংরক্ষণে কাজ করতে চাই। আমি নবীগঞ্জ উপজেলার সকল সাংবাদিকদের কাছে আন্তরিক ধন্যবাদের সহিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সাংবাদিকবৃন্দ সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা