নোয়াখালীতে  সেনাবাহিনী ও পুলিশের বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ 

নবীন,নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীতে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ও সামাজিক দূরুত্ব বজায় রাখতে লিফলেট ও প্লেকার্ডসহ মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ।
শনিবার নোয়াখালী বেগমগঞ্জর চৌমুহনী বাজার হতে শুরু করে চৌরাস্তা ও জেলা শহর মাইজদী সহ জেলার বিভিন্ন এলাকায় প্রদর্শনী কার্যক্রম পরিচালিত হয়।
এই কার্যক্রমের আওতায় জন সচেতনতা সৃষ্টিতে পায়ে হেঁটে  মাইকিং করে করোনা নিয়ে আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানান এছাড়াও বিভিন্ন পরিবহনে জীবানু প্রতিরোধক স্প্রে ছিটানো সহ বিভিন্ন দোকানের সামনে সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্লক তৈরি সচেতন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেজর কামরুল, অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল শাহজাহান শেখ, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খাঁন সোহেল, বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর- রশীদ চৌধুরী,  বেগমগঞ্জ সহকারী ভূমি কর্মকর্তা সারোয়ার কামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা