পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক :: সবকিছু আগে থেকেই প্রায় নির্ধারিত ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। শেষ তক আনুষ্ঠানিকভাবেই জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন দেশটির তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। ১৯৯২ ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক দেশের ২২তম সরকারপ্রধান হিসেবে পাকিস্তান পরিচালনা করবেন।

শুক্রবার (১৭ আগস্ট) বাংলাদেশ সময় বিকেলে জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচন হয়। এতে তিনি মনোনীত হন সংখ্যাগরিষ্ঠ পিটিআই থেকে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল মুসলিম লিগের নেতা শাহবাজ শরিফ।

নির্বাচনে সর্বোচ্চ ১৭৬ সদস্যের ভোট পান ইমরান। আর শাহবাজ পান ৯৬ সদস্যের ভোট।গত ২৫ জুলাই অনুষ্ঠিত দেশের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলের প্রার্থী ইমরান খান একরকম প্রধানমন্ত্রী হয়েই ছিলেন। শুক্রবার কেবল অনুষ্ঠানিক ভোটে তিনি সংসদ নেতা ও সরকারপ্রধান হলেন।

সাধারণ নির্বাচনে ইমরানের দল সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন পায়নি। তাই সর্বোচ্চ সংখ্যক আসন পাওয়া সত্ত্বেও সরকার গঠনের চেষ্টা চালিয়েছিল মুসলিম লিগ এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। শেষতক ছোট দল ও স্বতন্ত্র সদস্যের নিয়ে সরকার গঠনের মতো আসন নিশ্চিত করে ইমরানের পিটিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা