ভৈরবে জাতীয় মৎস্য মেলার উদ্বোধন

জামাল মিয়া ভৈরব প্রতিনিধি ॥ মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভৈরবে জাতীয় মৎস্য মেলার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলা চত্তরে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া এ মৎস মেলার উদ্বোধন করেন। পরে আলোচনা সভা শেষে উপজেলার পুকুরে বার কেজি মাছের পোনা অবমুক্ত করেন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুনসহ উপজেলার কর্মকর্তা কর্মচারিবৃন্ধ। মেলা উপলক্ষে ২৬টি ষ্টলসহ প্রায় অর্ধশতাধিক মাছ বিক্রেতারা ক্রেতাদের মন আকৃষ্ট করতে হরেক রকমের মাছের পসরা নিয়ে বসেছে এ মেলায়। আজকের এ মৎস মেলায় স্থানিয় লোকজনসহ জেলার বিভিন্ন উপজেলা থেকেও মাছ কেনার জন্য ক্রেতারা এ মেলায় উপস্থিত হয়েছেন। মেলায় দেশীয় মাছসহ সামুদ্রিক মাছও নিয়ে বসেছেন মাছ বিক্রেতারা। ইলিশ , রুই কাতল, শিং, গোলশা, চিতল, বোয়াল, চিংড়ি, রিডা, লইট্টা, কোরাল, টেকা মাছ , রোপচাঁদাসহ সামুদ্রিক বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ মেলায় শোভা পায়। উল্লেখিত মাছগুলোর মাঝে অধিকাংশ মাছই বড় আকারের। মেলায় আসা ক্রেতারাও হরেক প্রজাতির মাছ দেখে তারা সাধ্য অনুযায়ী মাছ কিনে নিয়ে যাচ্ছে । ক্রেতারা এমন মাছের মেলা দু এক মাস পর পর যাতে বসে সে জন্য উপজেলা প্রশাসনের কাছে দাবী রাখেন। তারা এমন মাছের মেলা দেখে সবাই খূশি। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো ঃ লতিফুর রহমানের সঞ্চালনায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে র‌্যালী, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও আলোচনা শেষে অনুষ্টানে পুরস্কার বিতরণ করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা