ভৈরবে পৌর কাউন্সিলর এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

জামাল আহমেদ ভৈরব প্রতিনিধি ॥ ভৈরব পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোশারফ হোসেন মিন্টু মিয়ার নিজ অর্থায়নে ২হাজার গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী চাল,ডাল,পেয়াঁজ ও তেল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পৌর শহরের লক্ষীপুর এলাকার নিজ বাসভবনে নিম্ন আয়ের মানুষদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন কাউন্সিলর মোশারফ হোসেন মিন্টু মিয়া। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরনী অনুষ্ঠানের উদ্বোধন করেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এ্যাডঃ ফখরুল আলম আক্কাস, ভৈরব উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা অধ্যাপক আব্দুল বাছেদ, ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীন ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আমিনুল ইসলাম। এছাড়াও খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিশ্বব্যাপি মহামারি রুপধারনকারি করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকারি ঘোষনা অনুযায়ী সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। এ সংকট মোকাবেলায় জাতির এই ক্রান্তি সময়ে ভৈরব পৌরসভার ৬নং ওয়ার্ডের ২হাজার দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে পাচঁ কেজি চাল, দুই কেজি আলো, এক কেজি পেয়াঁজ, আধা কেজি ডাল ও আধা লিটার তৈল তুলে দেন কাউন্সিলর মোশারফ হোসেন মিন্টু মিয়া। ফলে অভাব অনটনের এমন দিনে খাদ্য সামগ্রী হাতে পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী। এছাড়াও কাউন্সিলরের এমন মানবিক আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা