হবিগঞ্জে বজ্রাঘাতে ৩ শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বাহুবল উপজেলায় পৃথক বজ্রাঘাতের ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও এক শিশু।বৃহস্পতিবার (৪ জুন) সকালে পৃথক এ দুর্ঘটনাগুলো ঘটে। মৃত তিন শিশুর পরিবারকে ২০ হাজার করে সরকারি নগদ অর্থ সহায়তা এবং আহত শিশুর পরিবারকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

মৃত শিশুরা হলো- জেলার আজমিরীগঞ্জ উপজেলার নোয়ানগর গ্রামের সমর আলীর ছেলে লিলু মিয়া (১৪), বাহুবল উপজেলার মানিকা গ্রামের আব্দুস সালামের ছেলে নসর উদ্দিন (১৩) ও একই উপজেলার নোয়াঐ গ্রামের দরছ মিয়ার ছেলে ওরকাইদ মিয়া (১১)। আহত ওসমান আলী (৮) নোয়াঐ বারিক আলীর ছেলে।বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার জানান, বৃহস্পতিবার সকালে ৩ শিশু তাদের বাড়ির পাশ্র্ববর্তী পৃথক হাওরে মাছ ধরতে যায়। তখন বজ্রপাত হলে ঘটনাস্থলে দুই শিশুর মৃত্যু ও এক শিশু আহত হয়। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খন্দকার জানান, সকালে লিলু মিয়া বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই সে মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা