ভৈরবে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত গ্রেফতার

জামাল আহমেদ ভৈরবীা ,ভৈরব প্রতিনিধি ::ভৈরবে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত কে গ্রেফতার করেছে নৌ-পুলিশ । এ সময় ১০টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে । জব্দ করা হয়েছে ট্রলার ।  শুক্রবার ভোরে ভৈরব নৌ-পুলিশ মেঘনা নদীর ডিগচরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ওই ডাকাতদের গ্রেফতার করে ।গ্রেফতারকৃতরা হলো ,কিশোরগঞ্জের ইটনার লাইম পাশা গ্রামের মোহাম্মদ আলীর পুত্র আনোয়ার হোসেন (৫০),বাজিতপুরের ছন্দের পুরের হালিম মিয়ার পুত্র রিমন ( ২৫),ইটনার নদীর গাও গ্রামের ফজল মিয়ার পুত্র হৃদয়(৩০),ভৈরবের আগানগরের মজিদ মিয়ার পুত্র বিল্লাল মিয়া (৫০), চন্ডিবের গ্রামের সিরাজ মিয়ার পুত্র শান্ত আহমেদ, অষ্ট্রগ্রামের কাগজী গ্রামের ছিদ্দিক মিয়ার পুত্র খোকন মিয়া,চন্ডিবের এলাকার ভাড়াটিয়া দুলাল মিয়ার পুত্র সাগর (২০ )ব্য্রাক্ষণ বাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের জাবেদ মিয়ার পুত্র বরকত উল্লাহ, হবিগঞ্জের আজমিরী গঞ্জের কামাল পুর গ্রামের আবদল আলীর পুত্র জামাল উদ্দিন মিয়ার ও মিঠামইন উপজেলার মোহাম্মদপুর গ্রামের লায়েছ উদ্দিনের পুত্র ইলিয়াছ। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে । ভৈরব নৌ-থানার উপ-পরিদর্শক শামসুর রহমান জানান, গেল রাতে অষ্ট্রগ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে এ মর্মে অষ্ট্রগ্রাম থানা থেকে তার বার্তা পেয়ে মেঘনা নদীতে অভিযানে যায় পুলিশ । পরে অভিযানের এক পর্যায়ে তাদের ১০টি গরু ও লোহার শিকল,তালা কাটার যন্ত্র,২টি দা,ছুরি ,বল্লম ও বস্তাভর্তি পাথর ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা একটি সিন্ডিকেট চক্রের সক্রিয় সদস্য । তারা বিভিন্ন উপজেলায় ডাকাতি ও গরু চুরি করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় । তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা