আজমিরীগঞ্জে আওয়ামীলীগ সমর্থককে জরিমানা।।জাল ভোট দেয়া নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া

হবিগঞ্জ প্রতিনিধি;::বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ৪৪টি কেন্দ্রের মধ্যে ৩৬টি কেন্দ্র ঝুকিপূর্ন হিসেবে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে দুপুরে কাকাইলছেও হাজী আব্দুল হেকিম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় আওয়ামী লীগ দলীয় প্রার্থী মিছবাহ উদ্দিন ভূঁইয়ার সমর্থক রিয়াদ।পরে ভ্রাম্যমান আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করে।

অপরদিকে আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মিছবাহ উদ্দিন ভূঁইয়া এবং আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মো. আলাউদ্দিন মিয়ার সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে সাংবাদিকসহ অন্তত ৭ জন আহত হন। এর মাঝে সাংবাদিক শরীফ উদ্দিন পেশোয়ার, জুয়েল মিয়া, মোহাইমিন, বদিউজ্জামান, রুমেল মিয়া, মস্তো মিয়া ও হাজী খালেকুজ্জামানকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নির্বাচনে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিসবাহ উদ্দিন ভূইয়া (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইদুল আমিন চৌধুরী শিরুল (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী মো. আলাউদ্দিন মিয়া (আনারস)। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রামম্যান আদালতের পাশাপাশি র‌্যাব, পুলিশ, বিজিবি, আনছার বাহিনী দায়িত্ব পালন করে। এ উপজেলার মোট ভোটার রয়েছেন ৭৭ হাজার ৯৭০ জন। এর মধ্যে ৩৯ হাজার ৮৪ জন পুরুষ ও ৩৮ হাজার ৮৮৬ জন মহিলা।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রস্তুত রাখা হয়েছিল। যাতে কোন সমস্যা হলেই তারা সাথে সাথে তা মোকাবেলা করতে পারে।

আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালনকারী এসআই আশীষ কুমার মৈত্র জানান, সকালে জাল ভোট দেয়া নিয়ে ভুল বোঝাবুঝি হয়। তাৎক্ষণিক তা নিয়ন্ত্রণেও আসে।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতর আলী মিয়া মৃত্যু বরণ করলে নির্বাচন কমিশন এ উপজেলার চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা