ইনাতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস পালন

আশাহীদ আলী আশা : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের পশ্চিম বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে স্কুল প্রাঙ্গনে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ অতিথি বৃন্দ জাতীয় সংগীতের মাধ্যমে কর্মসূচী শুরু করেন। স্কুলের শিক্ষার্থীরা দেশীও সংস্কৃতির সংগীত ও খেলাধূলার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। বিকাল তিনটায় আমন্ত্রিত অতিথি বৃন্দ বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক নোমান আহমদ, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালিক, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনসার্জ সামছ উদ্দিন খান,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাকিল হোসেন। স্কুলের শিক্ষক ও অভিভাবক সমিতির সভাপতি সাংবাদিক আশাহীদ আলী আশা’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুমেশ চন্দ্র দাসের সঞ্চালনায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সভাপতি চিনু সুত্রধর, সহ-সভাপতি বদরুল ইসলাম বদু, দৈনিক যুগান্তরের নবীগঞ্জ প্রতিনিধি সরোয়ার শিকদার, অনটিভি নবীগঞ্জ প্রতিনিধি আহমেদ আবুল কালাম, দৈনিক আমাদের সময় নবীগঞ্জ প্রতিনিধি এম মুজিবুর রহমান, মাসিক সমাজ দর্পণ সম্পাদক শাহ এস এম ফরিদ, নবীগঞ্জ উপজেলা ছাত্রসমাজের সদস্য সচিব নিয়ামুল করিম অপু, শিক্ষানুরাগী ডাক্তার চন্দন রায় হারু, শিক্ষিকা রিনা রানী দাশ, দিপালী রানী সূত্রধর, শ্রীবাস সূত্রধর, স্মৃতি রায়, যুবলীগের প্রচার সম্পাদক নজরুল ইসলাম, অবকাশকালীন শিক্ষিকা মুন্নী আক্তার ও নূরী বেগম। সৌদিআরব প্রবাসি কামাল হোসেনের অর্থায়নে ছাত্র ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা