কানাইঘাটে আটক ১৪ রোহিঙ্গাকে কক্সবাজার ক্যাম্পে প্রেরণ

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে আটককৃত ১৪ রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ প্রহরায় তাদেরকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার এসআই আবু কাওছার। এদিকে, রোহিঙ্গাদের সাথে আটককৃত এক দালাল ও মাইক্রোবাস চালকের বিরুদ্ধে মানবপাচার আইনে এসআই আবু কাওছার নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। থানার মামলা নং-১৯ তাং /২৯/০৮/১৯ ইং। এর আগে বুধবার (২৮ আগস্ট) দিবাগত গভীর রাতে কানাইঘাট উপজেলার দর্পননগর মমতাজগঞ্জ খেয়াঘাট থেকে ১৪ রোহিঙ্গাকে আটক করে পুলিশ। তাদের সাথে এক দালাল ও মাইক্রোবাস চালককেও আটক করা হয়। আটককৃত রোহিঙ্গারা হলেন- ফরিদ মিয়া (৫০), ছালেহা বেগম (৩৫), মীর জাহেদ (১২), মুজিবুল হক (৮), জাবুল হক (৪), আজিজুল হক (৩), মো. ওয়ারেজ (২৮), দেনোয়াজ বেগম (২৬), তছলিমা (৪), মস্তকিমা (০৩), মমতাজ বেগম (১৮), মো. শফিক (২৭), সৈয়দ আলম (৩০), কামাল হোসেন (৩০)। তাদের প্্রত্যেকের বাড়ি মিয়ানমারের রাখাইন প্রদেশে। এছাড়া তাদের সাথে আটককৃত দালাল হলেন কিশোরগঞ্জের মোঃ নুরুল্লাাহ (২৪) এবং মাইক্রোবাস চালক কানাইঘাটের নারাইনপুর গ্রামের তজল্লুল রহমানের ছেলে আব্দুল মালিক (২৩)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা