কানাইঘাটে জাতীয় ভোটার দিবস পালিত

কানাইঘাট প্রতিনিধি: ২ মার্চ জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে গতকাল সোমবার সকাল ১১টায় পৌর শহরে বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভোটার হয়ে ভোট দেব দেশ গড়ায় অংশ নেব এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান ভোটার দিবসের গুরুত্ব তোলে ধরে বলেন তথ্য প্রযুক্তির অবাদ প্রবাহের এই যুগে ভোট পদ্ধতিকে ডিজিটালের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে কাহারো ভোট অন্য কেউ প্রয়োগের সুযোগও পাবে না। তিনি আরো বলেন, প্রতিটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেন সেই লক্ষ্যে ভোটারদের উদ্বুদ্ধ করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন ২ মার্চ কে জাতীয় ভোটার দিবস ঘোষনা করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কৃষি কর্মকর্তা তানভীর সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজম উদ্দিন, থানার সাব ইন্সপেক্টর এসএম মাইনুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর নুরুল ইসলাম নুরু, আব্দুল ওয়াহিদ, অফিস সহকারী সুমন আহমদ, হেলাল উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা