কানাইঘাটে জেল হত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি ঃ শোকাবহ জেল হত্যা দিবস উপলক্ষ্যে কানাইঘাট পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা গতকাল রবিবার বিকেল ৪টায় কানাইঘাট বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মামুন রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও আ’লীগ নেতা আজমল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রফিক আহমদ, কানাইঘাট পৌর আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক জামাল উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান, আ’লীগ নেতা ফারুক আহমদ, আনোয়ার হোসেন, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক হারিছ উদ্দিন, আ’লীগ নেতা সেলিম উদ্দিন, যুবলীগ নেতা মাসুম আহমদ, নজরুল ইসলাম রাজু, ছাত্রলীগ নেতা হারিছ উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৫ আগস্টের কালো রাত্রিতে বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করার পর আওয়ামীলীগকে নেতৃত্ব শূণ্য করার জন্য ৩ নভেম্বর জেলের ভিতরে কারাবন্দি অবস্থায় বঙ্গবন্ধুর সহচর জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজ উদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে হত্যা করে ঘাতকরা। ইতিহাস ৪ নেতার হত্যাকারী বিচার করেছে। হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি আজ অবসান হয়েছে। বাঙালি জাতি সব-সময় এ চার নেতার আত্মত্যাগকে স্মরণ রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা