কানাইঘাটে ন্যাশনাল সার্ভিস কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি:সিলেটের কানাইঘাটে ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর আওতায় নিয়োগ প্রাপ্তদের চাকুরী মেয়াদ শেষ হওয়ায় বেকার যুবক-যুবতীরা তাদের নিয়োগ পুনর্বহাল ও চাকুরী জাতীয় করনের দাবীতে মানব বন্ধন কর্মসূচী ও ইউএনও বরাবরে স্মারকলিপি প্রেরন করেছেন। বুধবার সকাল ১১ টায় ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ কানাইঘাটের উদ্যোগে কয়েক’শ বেকার হয়ে যাওয়া নিয়োগ প্রাপ্তরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ঘণ্টা ব্যাপী মানববন্ধন শেষে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার বরাবরে চাকুরী স্থায়ী জাতীয় করণের দাবীতে স্মারকলিপি প্রদান করেন। মানব বন্ধনে ন্যাশনাল সার্ভিসের কর্মীরা জানান, ন্যাশনাল কর্মসূচীর আওতায় কানাইঘাট উপজেলায় ৫৫৮ জন বেকার যুব-যুব মহিলারা কর্মসংস্থানের সুযোগ পেয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন দপ্তরে অত্যন্ত দক্ষতার সহিত তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে ছিলেন। কিন্তু প্রকল্প নিয়মানুসারে ২ বছর পূর্ণ হওয়ায় বর্তমানে তারা বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এমতাবস্থায় তারা মানব দরদী ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর জনক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের জীবনমান সচ্ছল করার জন্য চাকুরী স্থায়ী করণের আহ্বান জানান। এ সময় উপস্থিত থেকে মানব বন্ধনে বক্তব্য রাখেন কমিটির সিলেট বিভাগের সহ-সভাপতি আলিম উদ্দিন, উপজেলা শাখার সভাপতি রেজাউলম করিম, সহ-সভাপতি মামুনুর রশিদ, আহমদ হোসেন, সাধারণ সম্পাদক সুজন রাম দাস। অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহীন আহমদ, মতিউর রহমান, হাবিব উল্লাহ বাহার, নুরুজ্জামান, আতিক হাসান, জমির উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা