কানাইঘাট উপজেলার আইন শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটি সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি ::কানাইঘাট উপজেলার নভেম্বর মাসের আইন শৃংখলা ও চোরা চালান প্রতিরোধ কমিটির মাসিক সভা গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খানের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ, নারী ও শিশু নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ, ছোটখাটো অপরাধ প্রতিরোধে গ্রাম আদালতকে শক্তিশালী করা সহ উপজেলার গুরুত্বপূর্ণ হাট বাজারে যানযট নিরসন, জঙ্গি তৎপরতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো প্রতিরোধ, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা সহ লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধ পাথর উত্তোলনের তৎপরতা বন্ধ সহ সভায় বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান বলেন আইন শৃংখলার উন্নয়নে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধিবৃন্দ রাজনৈতিক মহল সহ সবাইকে এক সাথে কাজ করতে হবে। সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি ও থানা পুলিশ কে আরো সক্রিয় হওয়ার উপর গুরুত্ব দেন তিনি। সভায় থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বিগত মাসের আইন শৃংখলার বিবরন দিয়ে বলেন, থানা এলাকার আইন শৃংখলা পরিস্থিতি ভাল রয়েছে। পুলিশের সব ধরনের সেবা কার্যক্রম গতিশীল করা হয়েছে। সভায় আইন-শৃংখলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন মতামত তোলে ধরে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়েজ আহমদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস লিও ফারগুশন নানকা, সুরইঘাট বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুর রহিম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছ, পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম শাহিনরেজা ফরাজী প্রমুখ। এছাড়া একই দিনে উপজেলা গুজব, নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধ ও এনজিও কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়। এনজিও কমিটির সভায় সরকারী বিধি মোতাবেক এনজিও গুলোকে তাদের কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহীতার মাধ্যমে পরিচালনা করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা