কানাইঘাট সড়কের বাজারে অবৈধ গরুর হাট উচ্ছেদে পুলিশ

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি ঃ
সিলেটের কানাইঘাট সড়কের বাজারে ভারতীয় গরু কেনা বেচা বন্ধে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। গতকাল রবিবার দিনভর সড়কের বাজার সহ আশপাশ এলাকায় থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএমের নির্দেশে একদল পুলিশ রাস্তার আশেপাশে অবস্থিত গরুর গড় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এখন থেকে সড়কের বাজারে নির্দিষ্ট হাটের দিন বৈধ উপায় ব্যতিত কোন গরু-মহিষ কেউ বিক্রি করতে পারবে না বলে পুলিশ সূত্রে জানা গেছে। অবৈধ ভাবে গড়ে ওঠা গরু গড় উচ্ছেদ সহ গরু বেচা-কেনা কে কেন্দ্র গড়ে ওঠা রাস্তায় যত্রছত্র ট্রাক পার্কিং বন্ধেও অভিযান করে পুলিশ। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। থানার ওসি শামসুদ্দোহা জানিয়েছেন ভারত থেকে অবৈধ পথে গরু আসা বন্ধ করতে হলে দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনীকে একমত হতে হবে। তাহলে সীমান্ত দিয়ে কেউ গরু নিয়ে আসতে পারবে না। পুলিশ উপজেলা আইনশৃংখলা রক্ষা করার পাশাপাশি অল্প সংখ্যক ফোর্স নিয়ে ভারতীয় গরু আটক অভিযান সব সময় অব্যাহত রেখেছে তারপরও পুলিশকে অযথা দোষারোপ করা হয় থাকে। বর্তমানে থানায় ৩২টি ভারতীয় গরু আটক অবস্থায় রয়েছে। জানা যায় সিলেটের কানাইঘাট, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী কিছু এলাকা দিয়ে বিচ্ছিন্ন ভাবে ভারত থেকে করিডোর ছাড়া গরু-মহিষ বাংলাদেশে আসছে। মূলত সীমান্তবর্তী এলাকায় ভারত থেকে অবৈধ ভাবে নিয়া আসা গরু-মহিষ আটক এবং এব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহনে বর্ডারগার্ড বিজিবি’র মূল দায়িত্ব থাকলেও এক্ষেত্রে বিজিবি সঠিক ভাবে দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ রয়েছে। তবে বিজিবির কর্মকর্তারা বারবার জানিয়ে আসছেন তারা ভারতীয় গরু আটক করে থাকেন। অনেক সময় চোরাকারবারীরা তাদের উপর গরু নিয়ে আসার সময় হামলা করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা