কিশোরগঞ্জের ভৈরবে ১কোটি টাকা মূল্যের ৩০লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, ৩জনকে অর্থদন্ড

জামাল মিয়া ভৈরব প্রতিনিধি ॥ কিশোরগঞ্জের ভৈরবে প্রায় এক কোটি টাকা মূল্যের ৩০লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুজ্জামান এর নেতৃত্বে ভৈরব চক বাজারের সুলতান মোড় এলাকায় আল আমিন ষ্টোর ও শাহজাহান ষ্টোরে অভিযান পরিচালনা করে এসব নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় যোবায়ের মিয়া (২২), সুমন মিয়া (৩৮) ও মিলন মিয়া (৩০) কে আটক করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানার উপস্থিতিতে জব্দকৃত কোটি টাকার নিষিদ্ধি কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়। অভিযানে আলআমিন ষ্টোরের মালিক আব্দুর রউফ এর ছেলে আটককৃত যোবায়ের কে পাচঁ হাজার টাকা অনাদায়ে ১৫দিনের জেল, আক্কাস আলীর ছেলে সুমন মিয়াকে পাচঁ হাজার টাকা অনাদায়ে ১৫দিনের জেল ও মালেক মিয়ার ছেলে লেবার মিলন মিয়া কে দুই হাজার টাকা অনাদায়ে ১০দিনের জেল প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আনিসুজ্জামান। পরে আটকৃত প্রত্যেকে জরিমানার অর্থদন্ড পরিশোধ করেন। অভিযানে উপজেলা মৎস অফিস ও বৈরব থানা পুলিশ সহায়তা করেন। অভিযান শেষে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে উপজেলা নির্বাহি কর্মকর্তা বলেন, গত ৯অক্টোবর থেকে আগামী ৩০অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা,বিক্রি, মজুদ ও পরিবহনের উপর নিষেদাজ্ঞা জারি করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়। এ নির্দেশনা পালনে ভৈরবের অবৈধ কারেন্টজাল ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে এবং এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা