গাইবান্ধায় বিশ্ব খাদ্য দিবস পালিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি::বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আজ ১৬ অক্টোবর বুধবার গাইবান্ধায় জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ বিভাগ
ও খাদ্য বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো বর্ণাঢ্য র‌্যালি ও
আলোচনা সভা। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘আমাদের কর্ম, আমাদের ভবিষ্যত, পুষ্টিকর খাদ্যইহতে পারে ক্ষুধামুক্ত পৃথিবী’। এ উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কৃষি বিভাগের উপ-পরিচালক ড.এস.এম ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম, কৃষি বিভাগের জেলা প্রশিক্ষণ অফিসার মো. শওকত ওসমান, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো. আবেদুর রহমান স্বপন,সাংবাদিক সরকার মো. শহীদুজ্জামান প্রমূখ। এর আগে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে প্রতিদিনের খাদ্য তালিকায় পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা