নবীগঞ্জের ইনাতগঞ্জ উচ্চবিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

আশাহীদ আলী আশা:: হবিগঞ্জ জেলার নবীগঞ্জের ইনাতগঞ্জ উচ্চবিদ্যালয়ের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। সকাল ১১ টায় অতিথি বৃন্দ, শিক্ষক সহ সহস্রাধিক ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে বিশাল একটি বিজয় র‌্যালি ইনাতগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়। এসময় স্কুলে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ইনাতগঞ্জ উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মখলুছ মিয়া, প্রধান শিক্ষক বদরুল আলম সহ অতিথি বৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাজী মখলুছ মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বদরুল আলম, অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামছ উদ্দিন খান, ব্যবসায়ি নিতাই রায়, সুহেল চৌধুরী, অভিভাবক সদস্য জসিম উদ্দিন, নূর আলম প্রমুখ। এসময় ব্যবসায়ি সিরাজ উদ্দিন, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক সেলিম মিয়া তালুকদার, সংরক্ষিত ইউপি সদস্য সামছুন্নাহার, সাবেক মেম্বার মজুমদার আলী, শিক্ষক অচিন্ত আচার্য্য, সিরাজুল ইসলাম, নুর মোহাম্মদ, ইনাতগঞ্জ যুবলীগের সভাপতি সাংবাদিক আশাহিদ আলী আশা, সাংবাদিক শাহ এস এম ফরিদ, ইনাতগঞ্জ উচ্চবিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি শাহীনুর রাহমান, সুমন চন্দ্র দাশ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ি, অভিভাবক, ছাত্র ছাত্রী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা