নবীগঞ্জের সিলেট এমসি কলেজের ছাত্র অনিকের দাফন সম্পন্ন

জুয়েল খাঁন/আবু ছালেহ:: সিলেটের জাফলং পিয়াইন নদীতে নিখোঁজ সিলেট এমসি কলেজের শিক্ষার্থী নবীগঞ্জের আকিকুর রহমান অনিকের মরদেহ উদ্ধারের পর লন্ডন থেকে তার চাচা হেলাল আহমেদ দেশে আসার পর গতকাল রোববার বিকেলে লাশ নিয়ে আসা হয় গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার ধীঘলবাক ইউনিয়নের রাধাপুর গ্রামে। লাশবাহী এম্বুলেন্স যখন গ্রামের বাড়িতে এসে পৌছে এ সময় পরিবারের সদস্য,আত্মীয়স্বজনদের কান্নায় আকাশ বাড়ি হয়ে উঠে।

বিকেল সাড়ে ৫টায় গ্রামের মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে গ্রাম্য কবর স্থানে অনিককে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন। এর আগে বেলা ২টায় অনিকের প্রথম নামাজে জানাজা সিলেট আম্বরখানা মসজিদের পাশে অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেন নিহত অনিকের চাচা মইনুল হক।

উল্লেখ্য,গত শুক্রবার অনিকসহ তার ৮ বন্ধু পর্যটন এলাকা জাফলং ঘুরতে গিয়েছিলেন। এদের মধ্যে অনিকসহ ৩ জন জিরো পয়েন্টে গোসল করার সময় তলিয়ে যাচ্ছিলেন। কয়েকজন শ্রমিক তা দেখতে পেয়ে দুজনকে উদ্ধার করতে সক্ষম হলেও অনিক পানিতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিস দল খোজাঁখুজিঁ করেও ওই দিন তার সন্ধান পায়নি।

শনিবার সকাল সাড়ে ১১ টায় পিয়াইন নদীর জিরো পয়েন্টে স্থানীয় লোকজন অনিকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। অনিকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল।

নিহত অনিক নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নের রাধারপুর গ্রামের ধলা মিয়ার পুত্র ও সিলেট এমসি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র। ২ভাই ১ বোনের মধ্যে অনিক সবার বড়। বর্তমানে তারা সিলেটের আম্বরখানা বনশ্রী এলাকায় বসবাস করছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা