নবীগঞ্জে উচ্ছেদ অভিযান অব্যাহত।। কাজ করতে গিয়ে আহত ১

আশাহীদ আলী আশা:: কাজ করতে গিয়ে অসাবধানতা কারনে আহত ১ নবীগঞ্জকে পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে উচ্ছেদ অভিযান অব্যাহত আশাহীদ আলী আশা নবীগঞ্জ শহরকে যানজট মুক্ত ও পরিচ্ছন্ন আধুনিক শহর গড়ে তুলতে অবৈধ স্থাপনা ২য় দিনের উচ্ছেদের কাজ চলছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও নবীগঞ্জ পৌর প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা বিশ্বজিত কুমার পাল , নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, প্যানেল মেয়র ১ এটিএম সালাম। এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সরওয়ার শিকদার,সহ সভাপতি আশাহীদ আলী আশা সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া,, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল রহমান সুমন, সাংবাদিক সেলিম তালুকদার,মতিউর রহমান মুন্না ছনি চৌধুরী, মোঃ নাবেদ মিয়া হাসান চৌধুরী,প্রমুখ। উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে থানার একদল পুলিশ ফোর্স। এদিকে উচ্ছেদ অভিযানে দোকান ঘরের অবৈধ বর্ধিত অংশের একটি সিঁড়ি অপসারণ করতে গিয়ে অসাবধানতা কারনে পৌরসভার সাময়িক এক কর্মচারী আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহত ব্যাক্তির নাম ইসলাম উদ্দিন (৪৫)। সে নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের বাসিন্দা। রাস্তার দু’পাশে অবৈধভাবে ভাসমান দোকান ও দোকান ঘরের অবৈধ অংশ অপসারণ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল। উপজেলা ও পৌর প্রশাসনের এমন উদ্যোগে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে চলছে আলোচনা সমালোচনা। এসময় উপজেলা নিবার্হী অফিসার বিশ্বজিত কুমার পাল ২টি ট্রাক্টর ১টি সিএনজিকে ৭ হাজার টাকা জড়িমানা আদায় করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা