নবীগঞ্জ থানা কক্ষের ভেতরে দুই ছাত্রলীগ নেতার হাতাহাতি।।গাড়ি ভাংচুর

নবীগঞ্জ( হবিগঞ্জ) সংবাদদাতা:: হবিগঞ্জের নবীগঞ্জে “কমিউনিটি পুলিশিং ডে” অনুষ্টান শেষে নবীগঞ্জ থানা কক্ষের ভেতরে দুই ছাত্রলীগ নেতার সিটে বসা নিয়ে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র নবীগঞ্জ নতুন বাজার মোড়ে ছাত্রলীগ দাবীদার এক নেতার একটি প্রাইভেট কার ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষনিক ভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
জানাযায়, গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জে “কমিউনিটি পুলিশিং ডে” অনুষ্টান শেষে উক্ত অনুষ্টানের প্রধান অতিথি গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ এমপিসহ অতিথিবৃন্দ আপ্যায়নের জন্য নবীগঞ্জ থানা কক্ষে যান। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার ও ছাত্রলীগ নেতা দাবীদার শামিনুর মিয়ার মধ্যে সিটে বসা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। তাৎক্ষনিক ভাবে এমপি গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ ও উপস্থিত আওয়ামীলীগ নেতৃবৃন্দ বিষয়টি মিমাংশা করে দেন। পরবর্তীতে ছাত্রলীগ নেতা দাবীদার উপজেলার ফুটারমাটি গ্রামের গজল মিয়ার ছেলে শামিনুর মিয়া তার প্রাইভেট কার (ঢাকা মেট্র গ-১২-৭৩৫৯) যোগে বাড়ী ফেরার পথে শহরের নতুন বাজার মোড়ে পৌছামাত্রই আগে থেকে ওৎপেতে থাকা ছাত্রলীগের কিছু উশৃ্খংল নেতাকর্মী তার উপর হামলা করে। এ সময় শামিনুরের প্রাইভেট কারটি ভাংচুর করা হয়। এ সময় খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়। এ ব্যাপারে শামিনুর মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফয়ছলের নেতৃত্বে কিছু নেতাকর্মী আমার গাড়ী ভাংচুর করেছে। এ ঘটনায় আমি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি নিজেকে ছাত্রলীগ নেতা দাবী করেন। এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এই হামলার বিষয়ে কিছু জানিনা। কে বা কাহারা হামলা করেছে আমার জানানেই। এ ঘটনায় নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনও লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা